Speech by Johan 🇧🇩  Por  arte de portada

Speech by Johan 🇧🇩

De: Johirul Islam Johan
  • Resumen

  • প্রথম কিছু করার চেষ্টা করলাম এবার কিছু লিখব না আশা করি শারা পেলে মনের কথা সব খুলে বলবো
    Johirul Islam Johan
    Más Menos
activate_primeday_promo_in_buybox_DT
Episodios
  • Payer Juto | Johirul Xohan
    Jun 28 2024
    আমি গোলাপ কে নয় আমি ভালবাসি সেই হাতকে যেই হাত আমায় গোলাপ দিতে নিজে এগিয়ে আসে আমি সেই মনকে ভালোবাসি যেই মন নিজে থেকে আমার কাছে দৌড়ে ছুটে আসে আমি হয়তো এই বয়সে আর কখনোই ফিরে আসবো না তবুও আমি বলতে চাই নতুন কাউকে ভালবাসবো না তার চোখের কোনের হাসির জল আমি দেখতে ভালবাসিহ্যা জানি সেই হাসির কারণ আমি না আমি তার পায়ের জুতো ছিলাম না তবুও সে আমায় লম্বা সময় যত্নে তুলে রেখে ইচ্ছে হলেই পায়ে মারাত তাকে দেখলেই তাকে ভাবলেই আমার নেশা নেশা অনুভূত হতো তাকে দেখে বুক জ্বলে উঠতো যখন অন্যের পাশে দাড়াত তার সাথে মিলে দেখা স্বপ্ন সে নিমিষেই ভুলে দূরে কোনো এক পাড়ার বেশি ওয়ালার বাঁশির সুরে হয়েছিল মুগ্ধ আমার কর্কশ কন্ঠে গাওয়া গান শুনে মিথ্যে অভিনয়ে আমায় বুঝাতো এখন আমায় ছেড়ে পালিয়েছে করে আমার সনেই যুদ্ধ তার হাতের তুরীর আওয়াজ যত না দ্রুত হাওয়ায় বিলীন হয় তার থেকেও দ্রুত তার মন থেকে বিলীন হয়েছিলাম আমি তবুও আজ মন খারাপে কষ্ট পাইনা শুধু হটাৎ যখন বৃষ্টি নামে শুকিয়ে ফেটে যাওয়া কলিজা ভিজাতে বৃষ্টিতে নামি
    Más Menos
    2 m
  • Maya | Johirul Xohan
    Jun 27 2024
    আমি ঠিক আছি কিন্তু আমার মন টা.... হা হা আমি ঠিক আছি কিন্তু প্রিয় সেই গান টা .... যাইহোক সময় অল্প নিজের লেখা পুরাতন সকল গল্পছিল কঠিন যায় সময় নাকি খুব ভালো ছিল ওগুলো ছিল রঙিন তীব্র কষ্টে মেঘ গুলো ঝরে পড়ে বৃষ্টির রূপ ধারণ করে ইচ্ছে করে ক্ষমা প্রার্থনা করি চুপি চুপি মনটা বারণ করে বিষাক্ত নগরীতে করছি বসবাস নিঃশ্বাস নিতেও হয় কষ্ট গোছালো জীবন তুলে দিয়েছিলাম যার হাতেসেই করেছে স্ব যত্নে নষ্ট এখন অপবাদের তালিকায় রাখবো কাকে শীর্ষে মনের আকাশে প্রচুর গর্জন বাহিরে অল্প মাত্রায় বর্ষে যার আমাকে প্রয়োজন সে যেকোনো মূল্যে আমাকে খুঁজে নিবে যার প্রয়োজন নেই সে ডায়রীর পাতার মতো ছিঁড়ে ফেলে দিবে আমি তো রাস্তায় পড়ে থাকা কুকুর নই যে আমায় দেখে মায়া হবে?যে বিচ্ছিন্ন আমায় দেখে কেউ বুকে টেনে নিবে
    Más Menos
    2 m
  • তিরস্কার পুরস্কার দিও | Johirul Xohan
    Jun 7 2024

    শহরের এক কোনায় পড়ে রই আমি এক বন্ধ বই দীর্ঘ নিঃশ্বাস এ স্তব্ধ হই মিষ্টি আচরনে খুদ্ধ হই সঠিক করে লিখতে গেলে লেখার পাতা শূন্য কল্পনাতে সবটাই আমার বাস্তবে তা অন্য চার লাইনের কবিতার মূল্য কতটুকু হবে? লিখেছি তো সমুদ্র পরিমাণ পড়েছিলে কবে তবে গল্পের প্রতিটা লাইন রক্তক্ষয়ী আপন করে নিবে? আমার দুটো কলম আর লিখার পৃষ্ঠা দিবে? আমি জীবন যুদ্ধে লড়ব কতটা গড়বো নিজেকে আজ আমার দেওয়া রেশমি চুড়িতে সেজে তোমার কিসের কাজ আমার দেওয়া নিল শাড়িতে কোমরে গুঁজে সাড়ে সাতটা ভাঁজ আমি ছিলাম রাক্ষুসে, কোন শান্ত নদীতে ডুবাচ্ছ নিজের লাজ মন খুলে বলতে পারো , মিথ্যে হাসিতে হাত ধরতে পারো নিজেকে দেখিয়ে গল্প লেখিয়ে ছলনা এমন কিভাবে করো আমার তোমাকে বুঝা নাকি তোমার আমাকে খোঁজ বড়? আকাশটা মেঘলা বইছে বাতাস বৃষ্টির সাথে হতে পাড়ে ঝড়ো আমায় উপহারে একটা জরাজীর্ণ থালা উপহার দিও নিঃস্ব হবো ধুলোয় মিশে যাবো, নিচু চোক্ষে নজর আর তিরস্কার পুরস্কার দিও চলে যাবার আগ্ মুহূর্তে সতেরো মিনিট অপেক্ষা করে গল্পের বইটা নিও গল্পের শেষ পারা তে তোমায় ভীষণ ভালবাসি লিখা আছে ঐটা বাদে সর্ম্পূণ তোমায় ভেব প্রিয়


    Más Menos
    4 m

Lo que los oyentes dicen sobre Speech by Johan 🇧🇩

Calificaciones medias de los clientes

Reseñas - Selecciona las pestañas a continuación para cambiar el origen de las reseñas.