• কেউ আমাকে চাইলো নাতো | Johirul Xohan

  • Feb 1 2024
  • Length: 3 mins
  • Podcast

কেউ আমাকে চাইলো নাতো | Johirul Xohan

  • Summary

  • এই শহরে কত প্রেয়সী দেখলাম যে আমায় চাইলো কেউ আমার সুঠাম দেহ কেউ রূপ টাই চাইলো কেউ চাইলো আমি তার দায়িত্ব নেই যত্ন নেই অল্প তেই কেউ আমার নাম ডাক চাইলো কিন্তু আমার পাশে কেউ নেই কেউ তো আবার অর্থ ভোগী মিথ্যে আশায় রাত্রি জাগি শান্ত আমায় সবাই চাইলো মানলো না আমি ভীষন রাগী কেউ চাইলো কবিতার লাইন কেউ চাইলো মিষ্টি গানের সুরচলার পথে অনেক দেখেছি আজ অভিনেত্রী সব বহুদূর কেউ চেয়েছে যেন মধ্য রাতে ভালোবাসি চেয়েছে চরম সুখ মন খারাপে কেউ আসেনি পাশে নাই বললাম বাকি টুক তবে সুযোগ সন্ধানী রমণীর ভিড়ে এসেছিল কিছু নারী যারা ভালবেসেছিল দীর্ঘ সময় অভিনয় প্রমাণিত তাড়াতাড়ি তবেই এই ধরনীতে প্রাপ্তির লাইন লিখবো আমি কবে নাকি নীল আকাশের মাঝে আমার কষ্ট কালো মেঘ হয়ে রবে কিন্তু গল্পের তো এখনও হয়নি শেষ সবটাই যেন শুরু একান্ত আপন হলো না কেউ ভেতরটা শুকিয়ে মরুরঙিন আলোর ভিড়ে দেখলাম কত মুখসী অভিনয়ে তারা পটু নিজের প্রয়োজন যেই মিটে গেল অমনিতেই অপবাদ কথা শুনালো কটুবৃষ্টিতে ভেজা শীতের সকাল গ্রীষ্মের তাপে পুড়লাম আমি কত স্বার্থের টানে এসেছে অনেকে কই কেউ আমাকে চাইলো নাতো
    Show more Show less
activate_WEBCRO358_DT_T2

What listeners say about কেউ আমাকে চাইলো নাতো | Johirul Xohan

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.